অনুপ্রবেশের সময় বাবা-ছেলেসহ ৮ বাংলাদেশী আটক
- বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা
- ১৯ নভেম্বর ২০২৪, ১৫:৫৩
মৌলভীবাজারের জুড়ির লাঠিটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাবা-ছেলেসহ আট বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটকরা হলেন, বাগেরহাট জেলার শরণকুলা থানার চালিতাবুনিয়া গ্রামের মরহুম মোহাম্মদ হাওলাদারের ছেলে মো: মোহাবব্বত আলী হাওলাদার (৬৫), তার ছেলে মো: রবিউল হাওলাদার (১৯), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামের মরহুম মুরাদ আলীর ছেলে মো: সেলিম মিয়া (৪০), বরগুনা জেলার আমতলী উপজেলার কুলাইর চর গ্রামের মরহুম নান্নু আকনের ছেলে মো: মহিম (২৬), বগুড়া জেলার সরিয়াকান্দি উপজেলার আমতলী গ্রামের মরহুম বুলু প্রমাণিকের ছেলে মো: রাশেদ ইসলাম (৩৪), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো: আবু নাঈম (২৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দিঘরকল্লা গ্রামের নুর উদ্দিনের ছেলে মো: মামুন (২৮), চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হরিনগর তাতিপাড়া গ্রামের ফুটু ঘোসের ছেলে মো: আশরাফুল ইসলাম (৩৫)।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের প্রেস উইং সূত্রে জানা গেছে, মঙ্গলবারদ সকালে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২-বিজিবির অধীনস্থ লাঠিটিলা বর্ডার আউট পোস্টের (বিওপি) সীমান্ত এলাকার কচুরগুল নামক স্থানে সকালে তালিকায় দেয়া প্রথম দুই ব্যাক্তিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহযোগীতায় আরো ছয়জনকে আটক করে নায়েব সুবেদার মো: আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল।
আটকদের বরাত দিয়ে বিজিবি জানায়, আটকদের মধ্যে ছয়জন এক বছর আগে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ভারতে অবৈধভাবে বসবাস করছিল এবং অন্য দুইজন ব্যক্তি গত ১৬ নভেম্বর অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারত থেকে আবারো অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহল দল এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদেরকে আটক করা হয়। আটকদের দেয়া তথ্যে তাদের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধির সাথে মোবাইলে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) পরিচালক লেঃ কর্নেল মো: মেহেদী হাসান পিপিএম জানান, ‘ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক আটজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা