১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈষম্য দূর করতে পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার : শিক্ষা উপদেষ্টা

প্রধান অতিথির বক্তব্যে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার - ছবি : নয়া দিগন্ত

বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে এবং সেই অভ্যুত্থানের মূল বাণী ছিল বৈষম্যহীনতা। কিন্তু বৈষম্য এমন একটি প্রসঙ্গ যেটা সমাজের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। সেটা (বৈষম্য) দূর করা একটা সরকার কেন অনেকগুলো সরকারের পক্ষেও সম্ভব হবে না। তবে বর্তমান সরকার তা দূর করতে আন্তরিকতার সাথে চেষ্টা করে যাচ্ছে।

সোমবার (১৮ নভেম্বর) সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠান শেষে ‘সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিকের বই খুব বেশি সংস্করণ হবে না। আর আপাতত শিক্ষা সংস্কার কমিশন গঠন করার সিদ্ধান্তও হয়নি। তবে একটি কনসাল্টেন্ট কমিটি করা হয়েছে, যাতে করে প্রাথমিক শিক্ষার কাঠামোগত কি পরিবর্তন আনা যায় এবং আমাদের শিক্ষার গুণগত মানের উন্নতি হয়। সেজন্য আমরা বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ করে যাচ্ছেন, ডিসেম্বরের শেষে আমাদেরকে রিপোর্ট দিবেন।’

তিনি বলেন, ‘প্রাথমিকের বইগুলো তেমন একটা সংস্করণ না হওয়ায় যথাসময়ে অর্থাৎ জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে হাতে বই পৌঁছাবে বলে আশা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম খান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সদর মডেল থানার ওসি নাজমুল হক প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ইয়াং মুসলিমস সোসাইটির যাত্রা শুরু টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে ইমরুল কায়েস অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কথা বলেননি প্রধান উপদেষ্টা : প্রেস সচিব কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে : সহকারী মহাসচিব মিয়ানমারে সংঘাত : প্রাণ বাঁচাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৫ জনের অনুপ্রবেশ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে শুনানিতে যা হলো কক্সবাজার অ্যারিয়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান গাজায় গত মাস থেকে এ পর্যন্ত ৩০ ইসরাইলি সেনা নিহত পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা গাজীপুরে দুই কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানায় আগুন রোহিঙ্গা, কাশ্মির ও ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে : ব্রুনাই রাষ্ট্রদূত

সকল