১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামায়াত খোদাভীরু নেতৃত্ব তৈরিতে কাজ করছে : অ্যাডভোকেট জুবায়ের

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের - ছবি : নয়া দিগন্ত

জামায়াত খোদাভীরু নেতৃত্ব তৈরিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, জামায়াত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। রাষ্ট্রের এ বৃহৎ কাজে জনগণের সহযোগিতা একান্ত জরুরি। তাই জামায়াত দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সামনে অপেক্ষা করছে। সেজন্য প্রয়োজন একদল খোদাভীরু নৈতিকতাসম্পন্ন সুনাগরিক। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করবে। জামায়াত পতিত ফ্যাসিবাদী সরকারের সীমাহীন জুলুম-নিপীড়ন উপেক্ষা করে ইসলামি আন্দোলনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। সকল বাধা অতিক্রম করেই ইসলামি আন্দোলনে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এ সংগ্রামে দেশপ্রেমিক জনতাকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’

টুকেরবাজার ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মাহফুজ আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দীন, সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দীন, নায়েবে আমির আব্দুল লতিফ লালা, সহকারী সেক্রেটারি জৈন উদ্দীন ও খাদিমনগর ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে জামায়াত নেতা আবু তাহের, আব্দুল মনাফ চেয়ারম্যানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে ইমরুল কায়েস অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কথা বলেননি প্রধান উপদেষ্টা : প্রেস সচিব কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে : সহকারী মহাসচিব মিয়ানমারে সংঘাত : প্রাণ বাঁচাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৫ জনের অনুপ্রবেশ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে শুনানিতে যা হলো কক্সবাজার অ্যারিয়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান গাজায় গত মাস থেকে এ পর্যন্ত ৩০ ইসরাইলি সেনা নিহত পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা গাজীপুরে দুই কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানায় আগুন রোহিঙ্গা, কাশ্মির ও ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে : ব্রুনাই রাষ্ট্রদূত সংস্কার নাকি নির্বাচন- কোনটি আগে

সকল