‘অন্তর্বর্তী সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে’
- এম জে এইচ জামিল, সিলেট
- ১৪ নভেম্বর ২০২৪, ১৮:৩৬
অন্তর্বর্তী সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ভেবে-চিন্তে পদক্ষেপ নিতে হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীলদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। জুলাই আন্দোলনের শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। আহতরা এখনো হাসপাতালের বেডে কাতড়াচ্ছেন। এমন সময়ে যেকোনো পদক্ষেপ নিতে হলে ফ্যাসিবাদের দোসর ও বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব দেয়া থেকে বিরত থাকতে হবে।’
তিনি বলেন, ‘স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন শহীদদের রক্তের সাথে বেঈমানির শামিল। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সজাগ ও সতর্ক থেকে জাতির প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’
মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহান আলীর পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগরীর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতি আলী হায়দার প্রমুখ।
এছাড়া এ সভায় উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, শামীম আহমদ, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম, শাহেদ আলী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা