সিলেটে শিশু মুনতাহা হত্যায় অভিযুক্ত মার্জিয়ার নানির মৃত্যু
- এম জে এইচ জামিল, সিলেট
- ১৪ নভেম্বর ২০২৪, ১৭:৩৩, আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১৭:৩৫
সিলেটে আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়ার নানি কুতুবজান বিবি (৯০) মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ ছাউরা গ্রামে বাবার বাড়িতে তিনি মারা যান।
শিশু মুনতাহার লাশ উদ্ধারের পর পরিবারের অন্য সদস্যদের সাথে কুতুবজানকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। পরে তার বয়স বিবেচনায় তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সেলিম আহমদের জিম্মায় দেয়া হয়। ইউপি সদস্যের জিম্মায় থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান কুতুবজান।
জানা যায়, কুতুবজানকে প্রথমে পুলিশ তাদের জিম্মায় নেয়। তিনি চলাফেরা করতে পারেন না। সেজন্য ইউপি সদস্যের জিম্মায় তাকে দেখাশুনার জন্য তার বাবার বাড়িতে ভাইয়ের দায়িত্বে দেয়া হয়। এছাড়া তিনি যে ঘরে তার মেয়ে ও নাতনি মার্জিয়ার সাথে থাকতেন সেই ঘরটি ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙে ফেলেন। বৃহস্পতিবার বাদ আসর কুতুবজান বিবির জানাজা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো: সম্রাট তালুকদার নয়া দিগন্তকে জানান, ‘শিশু মুনতাহা হত্যা মামলার প্রধান আসামি মার্জিয়ার নানি কুতুবজান বিবি মারা গেছেন। তবে তিনি হত্যা মামলার আসামি নন। সামাজিক যোগাযোগমাধ্যমে কুতুবজান বিবিকে মুনতাহা হত্যা মামলার আসামি হিসেবে প্রচার করা হচ্ছে। বিষয়টি গুজব বলেও জানান তিনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা