২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্র আন্দোলনে নিহত শহীদ মিরাজের লাশ ৯৮ দিন পর উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মিরাজুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

দাফনের ৯৮ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে গুলিতে নিহত শহীদ মিরাজুল ইসলামের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচায় নিজ বাসভবনের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শহীদ মিরাজ মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়ে কোলন ক্যান্সারের আক্রান্ত বাবার চিকিৎসার টাকা যোগাড় করার জন্য ঢাকায় একটি মোবাইলের দোকানে কাজ করতে গিয়েছিলেন।

শহীদ মিরাজ উপজেলার মহিষখোচা ইউনিয়নের খানপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

৫ আগস্টের পর ঢাকায় আহত মিরাজের তেমন কোনো চিকিৎসার না পাওয়ায় রংপুর মেডিক্যালে নিয়ে আসেন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার বাবা আব্দুস সালাম ঢাকার যাত্রাবাড়ী থানায় ৩৬ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত তিন শ’ থেকে চার শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কাওসার হোসেন বলেন, ‘ভিকটিম মিরাজের বাবার দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে।

শহীদ মিরাজের লাশ উত্তোলনের সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সানাউল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না : নতুন সিইসি সেনাকুঞ্জে জামায়াতের আমির অন্তর্বর্তীকালীন সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় পেট্রোল স্টেশনে প্রবাসীদের নতুন কাজের অনুমতি শিগগিরই দলে ফিরছেন সাকিব! পুলিশের ৫৪ কর্মকর্তাকে বদলি ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট আন্দোলনের মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ : কেন্দ্রীয় সভাপতি ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’ মার্কিন শ্রম প্রতিনিধিদল আসছে শুক্রবার

সকল