২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্র আন্দোলনে নিহত শহীদ মিরাজের লাশ ৯৮ দিন পর উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মিরাজুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

দাফনের ৯৮ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে গুলিতে নিহত শহীদ মিরাজুল ইসলামের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচায় নিজ বাসভবনের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শহীদ মিরাজ মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়ে কোলন ক্যান্সারের আক্রান্ত বাবার চিকিৎসার টাকা যোগাড় করার জন্য ঢাকায় একটি মোবাইলের দোকানে কাজ করতে গিয়েছিলেন।

শহীদ মিরাজ উপজেলার মহিষখোচা ইউনিয়নের খানপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

৫ আগস্টের পর ঢাকায় আহত মিরাজের তেমন কোনো চিকিৎসার না পাওয়ায় রংপুর মেডিক্যালে নিয়ে আসেন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার বাবা আব্দুস সালাম ঢাকার যাত্রাবাড়ী থানায় ৩৬ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত তিন শ’ থেকে চার শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কাওসার হোসেন বলেন, ‘ভিকটিম মিরাজের বাবার দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে।

শহীদ মিরাজের লাশ উত্তোলনের সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সানাউল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
এলএনজি, সার ও চাল সংগ্রহ করবে সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় যেকোনো দিন ‘বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান’ বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা ঢাবিতে বিশ্ব দর্শন দিবস পালিত দীর্ঘমেয়াদি সংস্কার নির্বাচিত সরকার ছাড়া অসম্ভব : আনু মুহাম্মদ হবিগঞ্জের মামলায় ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসঙ্ঘে সম্মেলন হবে বঞ্চিত প্রকাশনীগুলোকে ২০২৫-এর বইমেলায় স্টল বরাদ্দের দাবি চারটি সংস্কার করলেই নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড হবে সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজিসহ ১৬ ধরনের কেনাকাটার অনুমোদন

সকল