২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে সাংবাদিক তুরাবের পরিবারের পাশে বিভাগীয় কমিশনার

সিলেটে সাংবাদিক তুরাবের পরিবারের পাশে বিভাগীয় কমিশনার - ছবি : নয়া দিগন্ত

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এ টি এম তুরাবের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের কর্মকর্তারা সাংবাদিক তুরাবের যতরপুরের বাসায় দেখা করতে যান।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তারা তুরাবের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তুরাবের রূহের মাগফেরাত কামনা করেন।

শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের বড় ভাই আবুল আহসান মো: আজরফ জাবুরের হাতে এক লাখ টাকা অনুদান তুলে দেন বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিং সিংহ, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-ঊন-নূর।

শহীদ সাংবাদিক তুরাবের পরিবারের সদস্য ছাড়াও দৈনিক জালালাবাদের চীফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবু আহমদ সিদ্দিকী বলেন, ‘এ টি এম তুরাব অল্প বয়সে দেশের জন্য শহীদ হয়েছেন। তার এ অবদান দেশ নির্মাণে বড় ভূমিকা রাখবে। এ সময় তিনি বলেন, সাংবাদিক তুরাবকে স্মরণীয় করে রাখতে আমরা ভূমিকা রাখব।

শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ বলেন, মামলার তিন মাস পরও তদন্তের কোনো অগ্রগতি নেই। এটি রহস্যজনক। মামলার আসামিরা বিভিন্নজনকে দিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।


আরো সংবাদ



premium cement