২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিয়ানীবাজারে ন্যাশনাল ব্যাংকে ক্ষুদ্ধ গ্রাহকদের তালা, অবরুদ্ধ কর্মকর্তারা

বিয়ানীবাজারে ন্যাশনাল ব্যাংকে ক্ষুদ্ধ গ্রাহকদের তালা - ছবি : নয়া দিগন্ত

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা না পেয়ে প্রধান ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পৌর শহরে ন্যাশনাল ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যাংকে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দেন। এ সময় অনেকেই অভিযোগ করে বলেন, প্রতিদিন একবার করে টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা তুলতে পারছেন না।

সরজমিনে ন্যাশনাল ব্যাংকে গিয়ে দেখা গেছে, টাকার জন্য ব্যাংকের প্রধান ফটকে তালা দেয়াসহ বিভিন্ন অভিযোগ করছেন গ্রাহকরা।

নুর আহমেদ নামে এক গ্রাহক বলেন, আমি পাশের উপজেলা বড়লেখা থেকে প্রতিদিন টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা পাচ্ছি না। আমরা কোনো বিশৃঙ্খলা করছি না, শান্তিপূর্ণভাবে প্রধান ফটকে তালা দিয়েছি।

মাছুম আহমদ নামে এক যুবক অভিযোগ করে বলেন, তার বোনের সাত লাখ টাকা তোলার জন্য কয়েক দিন থেকে ঘুরছেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না।

বড়লেখা থেকে আসা নুর উদ্দিন নামে এক গ্রাহক অভিযোগ করে বলেন, ব্যাংকে ঘুরতে ঘুরতে তারা অসহায়, সাধারণ মানুষ হিসেবে ব্যাংকে টাকা রেখে আজ তারা বিপদে পড়েছেন। এ সময় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, টাকা না পাওয়া গ্রাহকরা ব্যাংকের প্রধান ফটকে তালা দিয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে।

ন্যাশনাল ব্যাংক বিয়ানীবাজার শাখার ম্যানেজার কামরুজ্জামান আনছারীর সাথে যোগাযোগ করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ব্যাংকের ইনচার্জ হিসেবে থাকা সুন্দর আলী নামের এক কর্মকর্তা জানান, সারাদেশের ন্যাশনাল ব্যাংকে নগদ টাকার সঙ্কট রয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা গ্রাহকদের ধৈর্য্য ধরতে বলেছেন।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট আন্দোলনের মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ : কেন্দ্রীয় সভাপতি ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’ মার্কিন শ্রম প্রতিনিধিদল আসছে শুক্রবার ৬ ঘণ্টা অবরোধের পর মহাখালীর সড়ক ও রেললাইন ছাড়লেন রিকশাচালকরা দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান নওগাঁয় পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রাসিকের ১৬১ কর্মীর অব্যাহতি, ৩৮ জনকে শোকজ খালাস পেলেন সোহেল-টুকুসহ বিএনপির ২২ নেতাকর্মী

সকল