০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে হবে’

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

অবিলম্বে ফ্যাসিবাদের দোসর, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দীর্ঘ ১৭ বছর পর দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আওয়ামী লীগের পতন হলেও রাষ্ট্র ও সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে। তারা ছাত্র-জনতার রক্তস্নাত বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নতুন সেশনের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, ‘৫ আগস্টের গণহত্যার ঘটনায় সিলেটসহ সারা দেশে মামলা হলেও খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্নভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের কোটি কোটি পাচার করলেও দুর্নীতিবাজদের গ্রেফতার করা হচ্ছে না। যা ছাত্র-জনতার বিপ্লবের পরিপন্থি।’

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগরী নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতি আলী হায়দার প্রমুখ।

সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ সেশনের জন্য মহানগরীর কোতোয়ালী পূর্ব ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে থানাসমূহের নতুন কমিটি ঘোষণা করেন মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

কোতোয়ালী পূর্ব থানা : মহানগরীর কোতোয়ালী পূর্ব থানায় রফিকুল ইসলাম মজুমদার আমির, নজরুল ইসলাম শোয়েব নায়েবে আমির, মো: মুহিব আলী সেক্রেটারি, অ্যাডভোকেট জুনেদ আহমদ ও আব্দুল মোতালেব সহকারী সেক্রেটারি নির্বাচিত হন।

শাহপরান পশ্চিম থানা : মহানগরীর শাহপরান পশ্চিম থানায় মোহাম্মদ শাহেদ আলী আমির, মো: আব্দুর রব আমির, মো: নজরুল ইসলাম সেক্রেটারি, সোহেল আহমদ রিপন ও মাওলানা আহমদ হোসাইন সহকারী সেক্রেটারি নির্বাচিত হন।


আরো সংবাদ



premium cement