২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসচাপায় জুবায়ের আহমদ জুবা নিহত - ছবি : নয়া দিগন্ত

সিলেটের ফেঞ্চুগঞ্জে বাসচাপায় জুবায়ের আহমদ জুবা (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ-নয়াবাজার সড়কে মধ্যভাগ ফরিদপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের উপজেলার নুরপুর গ্রামের মরহুম আকরাম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে করে নয়াবাজার যাওয়ার পথে মৌলভীবাজারের ভাটেরা থেকে ছেড়ে আসা বিপরীতগামী বাস জুবায়েরের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জুবায়ের। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হাসপাতাল সূত্র জানায়, ‘দুর্ঘটনায় জুবায়েরের দু’ পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ বাসচাপায় থেঁতলে যায় ও দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি।’

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনায় জুবায়ের আহমদ গুরুতর আহত হলে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়েছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহতের পরিবার দুর্ঘটনায় মামলা করবেন না। তারা লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।’


আরো সংবাদ



premium cement
শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা

সকল