আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
- এম জে এইচ জামিল, সিলেট
- ০৯ নভেম্বর ২০২৪, ২১:০০
আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ মিছিলটি মিরাবাজারস্থ সংগঠনটির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজারস্থ সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সিটিজেন সলিডারিটি মুভমেন্ট-এর সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি-এর আহ্বায়ক বদরুল আজাদ রানার পরিচালনায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন বলেন, ‘সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় আমাদের এ বিক্ষোভ। সুইজারল্যান্ডের জেনেভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনেস্তা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। তারা আসিফ নজরুলকে হেনস্তা করে এদেশের ছাত্র-জনতা-শ্রমিকের গণঅভ্যুত্থানকে হেনস্তা করতে চেয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। ১৭ বছরে আওয়ামী সন্ত্রাসীরা এদেশের মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে। দেশের মানুষকে গুম, খুন ও হত্যা করেছে। গণঅভ্যুত্থানের পরেও তাদের আচরণের পরিবর্তন হয়নি।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন সলিডারি মুভমেন্ট নেতা সিদ্দেক আলী, মামুন হোসেন, আব্দুল হান্নান, সুজন আহমদ, অর্পন ঘোষ, কামরান আহমদ, আবু বক্কর সিদ্দিক, সাহেদুর রহমান পিন্টু, জামাল আহমদ, সুমন আহমদ, রুবেল আহমদ, ইকবাল আহমদ, রুমেল আহমদ, শাইস্তা মিয়া, সোহাগ আহমদ, মিলাদ আহমদ, কামন আহমদ, বোরহান আহমদ, মুহিবুর রহমান, এনামুল হক এনাম, স্টুডেন্ট ইউনিটি নেতা আতিকুর রহমান চৌধুরী লাভলু, হিলাল উদ্দিন শিপু, নিজাম উদ্দিন শিপু, আসনাত উদ্দিন জাহিন, মাহফুজুর রহমান রাসেল, ফারহান, সলিডারিটি মুভমেন্ট নেতা কবির আহমদ, ফয়ছল আহমদ, জহির উদ্দিন, শিপুন আহমদ, ইমাম উদ্দিন, সজিব আহমদ, কামাল উদ্দিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা