সিলেটে তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকলরিতে আগুন
- এমজে এইচ জামিল, সিলেট
- ০৯ নভেম্বর ২০২৪, ১৯:৩০
সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারত থেকে মিথানল নিয়ে আসা ট্যাংকলরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় লরিতে মিথানল না থাকায় কোনো দুর্ঘটনা হয়নি বলে জানা গেছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে তামাবিল স্থলবন্দরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ‘শনিবার দুপুরের দিকে ভারতীয় ট্যাংকলরি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তামাবিল স্থলবন্দর থেকে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশনে খবর দেয়া হয়। এ সময় ফায়ার সার্ভসের গাড়ি ১২ কিলোমিটার দূর থেকে আসতে দেরি হবে ভেবে ভারতের ডাউকি স্থলবন্দর থেকে অগ্নিনির্বাপক গাড়ি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আনুমানিক দশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক আমিনুল হক বলেন, ‘গত ৫ নভেম্বর বাংলাদেশের মিথানল আমদানিকারক প্রতিষ্ঠান সামুদা স্প্রেক ক্যামিক্যাল লিমিটেডের নামে সাতটি গাড়ি তামাবিল স্থলবন্দরে প্রবেশ করে। পরে ল্যাবরেটরি পরীক্ষা শেষে শনিবার বাংলাদেশের ট্যাংকলরিতে ক্যামিক্যালগুলো স্থানান্তর করা হয়। প্রতিটি ভারতীয় ট্যাংকলরিতে ২৮ থেকে ৩০ টন মিথানল থাকে বলে তিনি জানান।
তামাবিলের ব্যবসায়ীরা জানান, ‘ছয় মাস আগে স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করে ক্যামিক্যাল আমদানির বিষয়ে লিখিত আবেদন জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকরব্যবস্থার উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ক্যামিক্যাল আমদানির আগে পর্যাপ্ত অগ্নিনির্বাপকব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।’
অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এক প্রশ্নের জবাবে ক্ষতিগ্রস্ত গাড়িচালক সারভান বলেন, ‘গাড়ির ভেতরে ওয়্যারিং শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাকিটা তদন্তের জানা যাবে।’