সিলেটে বিজিবির হাতে কোটি টাকার চোরাই পণ্য আটক
- সিলেট ব্যুরো
- ০৮ নভেম্বর ২০২৪, ১৯:১৪
সিলেটে সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে কোটি টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে।
শুক্রবার (৬ থেকে ৮ নভেম্বর) সকালে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আটক করা চোরাই পণ্যগুলোর মধ্যে রয়েছে সুপারি ১৫ হাজার ৬০০ পিস, ৩২০ প্যাকেট বিড়ি, ৭০ কেজি মেহেদী পাউডার, ৮১ বোতল মদ ও দু’বোতল বিয়ার। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় জব্দ করা হয় চার হাজার কেজি রসুন।
এ সময় চোরাচালান ও পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও ট্রলিও জব্দ করা হয়। এছাড়া সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি নৌকা আটক করা হয়। আটক করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ৯৪ লাখ ১৫০ টাকা।
উল্লেখ্য, তিন দিন আগে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আট কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করছিল সিলেট বিজিবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা