০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুনামগঞ্জের রাজপথ 'বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান' স্লোগানে মুখরিত

সুনামগঞ্জে বিএনপির শোভাযাত্রা - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের রাজপথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা 'বাংলাদেশের অপর নাম, জিয়াউর রহমান' স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে শহরের পুরাতন বাস স্টেশনের পাশে বিএনপি কার্যালয়ের সামনে এ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ শহরের বিভিন্ন পর্যায়ের নেতারা ব্যানার ও ফেস্টুনসহ মিছিলে যোগ দেয়। দুপুরের দিকে জেলার দলীয় কার্যালয়ে সামনে থেকে এক বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হাছননগরের হোসেন বখ্ত চত্বরে এসে শেষ হয়।

এ সময় নেতারা 'লাল সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়', 'বাংলাদেশের অপর নাম, জিয়াউর রহমান', 'স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও, লও সালাম' এ ধরণের স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ প্রমুখ।

বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের সম্পদ লুটপাঠ করেছে। বিদেশে টাকা পাচার করে টাকার পাহাড় বানিয়েছে। ৫ আগস্টের পর তারা পালিয়ে থেকে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এই দেশের মানুষ আওয়ামী লীগের সরকারের পতন ঘটিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।’

তারা আরো বলেন, ‘এখন দেশের মানুষ শান্তিতে আছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কারণ এই দেশের মানুষ এখন স্বাধীনভাবে দেশে কথা বলতে পারছে, চলাফেরা করতে পারছে। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য দাবি জানান বক্তারা।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, সেলিম আহমদ, আ ত ম মিছবাহ, অ্যাডভোকেট শেরেনুর আলী রেজাউল হক, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, বিএনপির রাকিবুল হাসান দিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের মনাজ্জির হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালার চান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সুহেল মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সেক্রেটারি শাহ্ মো: শাহজাহান, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ১৫ সদস্য নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন অবশেষে অন্তর্বর্তী ৩ পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ৫ সদস্যের পদত্যাগ ডেঙ্গু আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২০৯ নবাবগঞ্জে আড়াই বছর পর কবর থেকে ৩ যুবকের লাশ উত্তোলন শহীদ নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে স্বৈরাচারের ষড়যন্ত্রে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির অপচেষ্টা চলছে : নজরুল ইসলাম ‘সিপাহী-জনতার যুগপৎ বিপ্লব ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ’ আমি নভেম্বর বিপ্লব দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী : ভারত সরকারের মুখপাত্র

সকল