কমলগঞ্জে এক শিশুকে বাঁচাতে ২ কলেজছাত্রের মৃত্যু, আহত ৩
- কমলগঞ্জ সংবাদদাতা
- ০৬ নভেম্বর ২০২৪, ১৭:১৪
মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া এক শিশুকে বাঁচাতে গিয়ে দু’ কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৮) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্র ধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, ‘বুধবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া সড়কের বটতলা এলাকায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে একটি সিএনজি সড়কের ওপর উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা দু’ শিক্ষার্থী সিএনজির নিচে চাপা পড়েন।’
জানা যায়, ‘প্রতিদিনের মতো দ্বাদশ শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে শ্রীমঙ্গল থেকে পাঁচ সহপাঠী মিলে সিএনজি ভাড়া করে কমলগঞ্জে যাচ্ছিলেন। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজি অটোরিকশা থেকে এক শিশু ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় চালক শিশুটিকে বাঁচাতে গেলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা দু’শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েম ও অমিত সূত্র ধর ঘটনাস্থলেই মারা যান। অন্যদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
এ ঘটনায়, কমলগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা ও দোয়ার আয়োজন করেছেন বলে জানা যায়।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা