২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাজারে আসছে শীতকালীন সবজি, কমছে দাম

- ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গ্রামীণ জনপদের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সব ধরনের শাক-সবজি। কেউ সবজি বাজারজাত করতে কেউ আবার সবজি চাষ করতে ব্যস্ত দিন পার করছেন উপজেলার কৃষকরা।

মঙ্গলবার সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার, বোগলাবাজার ও সুরমা বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দোকানগুলোতে শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এতে বাজারে কমতে শুরু করেছে গত কয়েক সপ্তাহ ধরে চলা সবজির দামের অস্থিরতা।

বাজারে নতুন সবজি আসায় সপ্তাহের ব্যবধানে হাতেগোনা কয়েকটি ছাড়া বেশির ভাগ সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এর ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে গ্রামীণ এই জনপদের জনসাধারণের মধ্যে।

বিক্রেতারা বলছেন, মাসখানেকের মধ্যে বাজারের উত্তাপ আরো কমে আসবে।

সরেজমিনে দেখা গেছে, বাজারে প্রতি কেজি করলা পাইকারি ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ৭০ থেকে ৯০ টাকা পর্যন্ত ছিল।

এছাড়া, বর্তমান বাজারে ঢেঁড়শ ৫০ থেকে ৬০ টাকা যা আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা যা আগে ছিল ১০০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা যা পূর্বে ছিল ৭০ থেকে ৯০ টাকা। কপি ৬০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, লোভী উড়ি ৫০, লাল শাক প্রতি আটি পাঁচ টাকা, লাউ ৫০ টাকা, মোল্লা প্রতি কেজি ৩০ টাকা।

বাজারের ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে, মাসজুড়ে অস্থিরতা ছড়ানো কাঁচা মরিচের দামও কিছুটা কমতে শুরু করেছে।

এদিকে, বাজারে সবজির দাম কিছুটা কমে আসায় স্বস্তির নিশ্বাস দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

পাশা মিয়া নামে পাইকারি সবজি বিক্রেতা বলেন, ‘বাজারে শীতকালীন সবজি উঠেতে শুরু করেছে। কোনো কোনো কৃষক আবার নতুন করে সবজি চাষে ব্যস্ত দিন পার করছে। আশাকরি, কয়েক দিনের ভিতরে সবজির বাজারে আরো স্বস্তির ফিরবে।’

মুস্তাক আহমদ বলেন, ‘বাজারে শাক-সবজির দাম অনেকটাই কমে এসেছে। তবে আরেকটু কমলে আমাদের জন্য ভালো হয়। সরকার মনিটরিং বজায় রাখলে বাজার নাগালে রাখা সম্ভব।’

তিনি বলেন, ‘আমরা স্বল্প আয়ের মানুষ, প্রতিদিন মাছ-গোশত খাই না। শাক-সবজি খেয়েই বাঁচি, এগুলোর দাম বেশি থাকলে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়।’

সবজির বাজারের দাম প্রসঙ্গে সবজি বিক্রেতা আরশ আলী বলেন, ‘বাজারে সবজির দাম কমেছে। ৭০ থেকে ৮০ টাকায় বেশিভাগ সবজি পাওয়া যাচ্ছে। সপ্তাহ দু’য়েকের মধ্যে সবজির দাম আরো কমে যাবে।’


আরো সংবাদ



premium cement