০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

৭ সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি

- ছবি : ইউএনবি

সাত সপ্তাহের বকেয়া মজুরি এবং ১৩ মাসের প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেয়ার প্রতিবাদে টানা ১৫ দিন ধরে কর্মবিরতিতে ন্যাশনাল টি কোম্পানির কয়েক হাজার চা-শ্রমিক।

সোমবার দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা, কেওয়াচড়া ও দলদলি চা বাগানের কয়েক শ’ শ্রমিক।

এ সময় চা শ্রমিকরা জানায়, টানা ১৫ দিনের মতো আমরা আন্দোলন করছি। আমাদের বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন অজুহাতে মজুরি দিচ্ছেন না বাগান মালিক বা কোম্পানিগুলো। তবে বাগানের ম্যানেজার বা অন্যান্যরা ঠিকই বেতন পাচ্ছেন।

তারা অভিযোগ করে বলেন, শ্রমিকদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আদায় করেও তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়নি।

এদিকে শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) মালিকানাধীন ১২টি কারখানা। যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে পাতা। যার প্রভাব পড়বে চায়ের লক্ষ্যমাত্রা অর্জনে।

এ ব্যাপারে ন্যাশনাল টি কোম্পানির জেনারেল ম্যানেজার এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, দেশের ১৬৮টি চা বাগানের মধ্যে ১৩৬টির অবস্থান সিলেট বিভাগের তিন জেলায়। এক হাজার ৮৫৪ সালে সিলেটের মালনিছাড়া চা-বাগান থেকেই বাংলাদেশের চা উৎপাদন শুরু হয়। এসব চা বাগানে কাজ করেন কয়েক লাখ চা-শ্রমিক।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
দারিদ্র্যকে দুর্যোগ হিসেবে বিবেচনায় কাজ করছে সরকার : উপদেষ্টা আগ্রাসন চালাতে নয় আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র বানিয়েছি : ইরান দারিদ্র্যকে দুর্যোগ হিসেবে বিবেচনায় কাজ করছে সরকার : ফারুক ই আজম গোপালগঞ্জে মসজিদে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, নিজ ঘরে আত্মহত্যা রাশিয়া থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান বাজারে আসছে শীতকালীন সবজি, কমছে দাম দেশে ইজতেমা দু’বার নয়, একবার হবে দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ২০ ‘ছলচাতুরি না করে কবে নির্বাচন দিবেন জাতি জানতে চায়’

সকল