২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৪২ হাজার শিক্ষার্থী

সিলেটে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

সিলেটে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় ৪২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট বিভাগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা শেষ হয়েছে।

এ সময় নগরীর সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর পাশাপাশি অংশ নিয়েছে বিভাগের আরো ৪২ হাজার পরীক্ষার্থী।

শনিবার (২ নভেম্বর) কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে সিলেটের সর্ববৃহৎ মেধাবৃত্তি কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগরীর তিনটি কেন্দ্র সিলেট সরকারি আলিয়া মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা ও আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট মহানগরী এলাকার ৩৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সব উপজেলায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

অভিভাবকরা জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরণের আয়োজন আরো বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হয়ে ওঠবে।

মেধাবৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবুল হাশেম চৌধুরী, প্রফেসর ডা. আব্দুল লতিফ, সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ, দিশারীর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মাশুকুর রহমান, মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানী ও কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পৃষ্ঠপোষক শফিকুল আলম শফিক।

এছাড়া নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর চেয়ারম্যান শরিফ মাহমুদ ও ভাইস চেয়ারম্যান শাহীন আহমদ।

মেধাবৃত্তি পরীক্ষায় আরো ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর পরিচালক আফসার উদ্দিন কামরান, সহকারী পরিচালক নাবিল মাহমুদ নিলয় ও মুফাসসির আহমদ চৌধুরী, স্কুল প্রতিনিধি আহসান হাবীব, রফিকুল ইসলাম, ছফির উদ্দীন ও আবুল হাসান রিয়াদ প্রমুখ।

উল্লেখ্য, মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ২০ ডিসেম্বর প্রকাশিত হবে।


আরো সংবাদ



premium cement