২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের : মুক্তাদির

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির - ছবি : নয়া দিগন্ত

আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের এ মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি হবে এই প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জনমানুষের মুখে হাসি ফোটাতে কাজ করবে। এজন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন ও সমৃদ্ধশীল দেশ গঠনের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গণমানুষের প্রত্যাশা পূরণে আগামীতেও কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাজিরখলা এলাকাবাসীর সাথে মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট আইডিয়াল মাদরাসার শিক্ষার্থী আজিজুর রহমান লাবিব।

এ সময় দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মুরব্বী মো: নূর উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

আরো উপস্থিত ছিলেন মুর্শেদ আহমদ মুকুল, আবুল কালাম, দিলোয়ার হোসেন রানা, ডা. এম এ হক বাবুল, জাবেদুর রহমান দিদার, লোকমানুজ্জামান লোকমান, আজহার আলী অনিক, রহিম আলী রাসু, সৈয়দ সরওয়ার রেজা, মিহাজ পাঠান, হাবিবুর রহমান হাবিব, জুবেদুর রহমান জুবেদ, আলাল মিয়া, সেলিম আহমদ, আলী হোসেন সুমন, আরমান আলী লালা, ইব্রাহীম আহমদ রাজু, সালেহ আহমদ নয়ন, ব্যবসায়ী বাহার উদ্দিন, লায়েক মিয়া, রফিক মিয়া, কামাল মিয়া, মাখন মিয়া, নান্নু মিয়া, মখন মিয়া, মজনু মিয়া, জুনেদ আহমদ, আলাউদ্দিন, নাসিম আহমদ, রাবেল আহমদ, সুমন আহমদ, খালেদ আহমদ, সাহেদ আহমদ, রকিবুল ইসলাম, মোহিন আহমদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement