২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শাবিতে স্নাতক প্রথম বর্ষে এখনো খালি ১২৬ আসন

শাবিতে স্নাতক প্রথম বর্ষে এখনো খালি ১২৬ আসন - ছবি : নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে এখনো ১২৬টি আসন খালি রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শাবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: আবু সাঈদ আরফিন খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে মোট আসন রয়েছে এক হাজার ৬৭১টি। এরমধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য এক হাজার ৫৬৬টি ও কোটাধারীদের জন্য ১০৫টি। এরই মধ্যে এক হাজার ৬০৯ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে। এরমধ্যে এক হাজার ৪৮৬ জন সাধারণ শিক্ষার্থী ও ৫৯ জন কোটাধারী শিক্ষার্থীসহ সর্বমোট এক হাজার ৫৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনো ৮০টি সাধারণ ও ৪৬টি কোটার আসন খালি রয়েছে।

তিনি আরো বলেন, কৃষিগুচ্ছের প্রথমধাপের ভর্তির পর আমরা আসন সম্পূর্ণ করতে আবারো শিক্ষার্থীদের ডাকব। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ভর্তির নির্ধারিত সময় শিক্ষার্থীদের জানিয়ে দেব।


আরো সংবাদ



premium cement