শাবিতে স্নাতক প্রথম বর্ষে এখনো খালি ১২৬ আসন
- এম জে এইচ জামিল, সিলেট
- ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৩৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে এখনো ১২৬টি আসন খালি রয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শাবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: আবু সাঈদ আরফিন খাঁন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে মোট আসন রয়েছে এক হাজার ৬৭১টি। এরমধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য এক হাজার ৫৬৬টি ও কোটাধারীদের জন্য ১০৫টি। এরই মধ্যে এক হাজার ৬০৯ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে। এরমধ্যে এক হাজার ৪৮৬ জন সাধারণ শিক্ষার্থী ও ৫৯ জন কোটাধারী শিক্ষার্থীসহ সর্বমোট এক হাজার ৫৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনো ৮০টি সাধারণ ও ৪৬টি কোটার আসন খালি রয়েছে।
তিনি আরো বলেন, কৃষিগুচ্ছের প্রথমধাপের ভর্তির পর আমরা আসন সম্পূর্ণ করতে আবারো শিক্ষার্থীদের ডাকব। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ভর্তির নির্ধারিত সময় শিক্ষার্থীদের জানিয়ে দেব।