মৌলভীবাজারে দেড় মাস ধরে চা-শ্রমিকদের মজুরি বন্ধ
- মৌলভীবাজার প্রতিনিধি
- ৩১ অক্টোবর ২০২৪, ১৭:৪৯
মৌলভীবাজারে দেড় মাস ধরে রাষ্ট্র মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ১৬টি বাগানে চা-শ্রমিকদের মজুরি বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ভালো নেই চা-শিল্পের নিপুণ শ্রমিক শ্রীমতি, সবিতা, বাসন্তি ও পার্বতীরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘বাজার নিম্নমানের চায়ের দখলে যাওয়ায় দাম কমে গেছে। চা বিক্রি করে বাগান পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তাই অর্থ সংকটের কারণে শ্রমিকদের পাওনা পরিশোধ করা যাচ্ছে না। এছাড়াও ব্যাংক ঋণ নিয়ে রয়েছে জটিলতা।’
সরেজমিনে গিয়ে কথা হয় চা-শ্রমিক শ্রীমতি, সবিতা, বাসন্তি ও পার্বতীর সাথে। তারা বলেন, ‘আমরা ভালো নেই। বড় কষ্টে আছি। সম্প্রতি বন্যায় বাড়িঘর ডুবে খুব ক্ষতি হয়েছে। এ ক্ষত না শুকাতেই নেমেছে আরেক বির্পযয়।’
তারা আরো বলেন, ‘ছেলে-মেয়েদের খাবারের আশ্বাস দিয়ে ঘুম পাড়াই। নিজেরাও না খেয়ে থাকি। দু’বেলা চিড়া রুটি খেলে একবেলা কোনো সময় ভাত জোটে।’
এলাকার পঞ্চায়েত সভাপতি নারদ পাশি বলেন, ‘আমরা বারবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি কিন্তু তারা আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। দেড় মাসের পাওনা বাকি রয়েছে।’
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, ‘ন্যাশনাল টি কোম্পানির চা বাগানের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা রাখি কম সময়ের মধ্যে বিষয়টির সমাধান আসবে।’