২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ওসমানী মেডিক্যালের নতুন অধ্যক্ষ জিয়াউর, ওএসডি হলেন শিশির

ওসমানী মেডিক্যালের নতুন অধ্যক্ষ জিয়াউর, ওএসডি হলেন শিশির - ছবি : নয়া দিগন্ত

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: জিয়াউর রহমান চৌধুরী। ওএসডি হয়েছেন সাবেক অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ওসমানী ছাড়া আরো পাঁচ মেডিক্যালে উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া একজন অধ্যক্ষ ও তিন উপাধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদফতরে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

উপাধ্যক্ষ হলেন যারা
ঢাকা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।

কুমিল্লা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মেডিক্যালটির সহযোগী অধ্যাপক (জেনারেল ইএনটি, অটোলজি রাইনোলজি, হেডনেক সার্জারি) ডা. মো: জাহাঙ্গীর আলম মজুমদার। একই মেডিক্যালের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. মো: আব্দুর রব নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রির অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ। একই মেডিক্যালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: শরীফুল ইসলাম ভুঞা নিয়োগ পেয়েছেন মুগদা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে।

ওএসডি হলেন যারা
একই প্রজ্ঞাপনে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, মুগদা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. এহসানুল হক খান এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো: হাফিজুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদফতরে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয় বদলি/পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৭ নভেম্বরের মধ্যে বদলি/পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১০ নভেম্বর পূর্বাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।


আরো সংবাদ



premium cement