বিয়ানীবাজারে বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন, মুচলেকায় মুক্তি
- বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা
- ২৯ অক্টোবর ২০২৪, ১৭:০৮
সিলেটের বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। পরে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘চক্রবানী এলাকার সিরাজ উদ্দিনের মেয়ের সাথে প্রবাসী বরের সাথে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হচ্ছিল। এলাকার একজন বাল্যবিয়ের খবরটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। তিনি বিয়েটি বন্ধের জন্য উপজেলার সহকারী কমিশনার কাজী শারমিন নেওয়াজকে নির্দেশ দেন। তিনি মেয়ের বাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করেন। জন্মনিবন্ধন অনুযায়ী মেয়ের বয়স ছিল ১৭ বছর ১১ মাস সাত দিন।’
পরে সিরাজ উদ্দিন মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।
বিয়ানীবাজার উপজেলার সহকারী কমিশনার কাজী শারমিন নেওয়াজ বলেন, ‘ওই মেয়ের প্রকৃত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য অভিভাবকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।’