২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হবিগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড

- ছবি : প্রতীকী

হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো: ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিকর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আমির হোসেন, হবিগঞ্জের বাহুবল উপজেলার হজিমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান এবং একই উপজেলার নোয়া ওই গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৮ মার্চ রাতে আসামিরা বাহুবলের দিগম্বর বাজার এলাকার সনজিত চন্দ্র দাসের ভাড়া বাসায় চুরির উদ্দেশে প্রবেশ করে। সনজিত দাসের স্ত্রী অঞ্জলী মালাকার আসামিদের চিনে ফেলায় তাকে গলা কেটে হত্যা করে। অঞ্জলী মালাকারের রক্তাক্ত দেহ দেখে আট বছরের মেয়ে পূজা রানী দাস চিৎকার শুরু করলে আসামিরা তাকেও গলা কেটে হত্যা করে।

হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো: ইয়াসির আরাফাত রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের সময় আসামিরা নিকৃষ্ট নৃশংসতার পরিচয় দিয়েছে। তাদের সমবেদনা পাওয়ার কোনো সুযোগ নেই। আসামিদেরকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখতে আদেশ প্রদান করা হয়।


আরো সংবাদ



premium cement