২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

‘সনাতন ধর্মাবলম্বীদের জামায়াত সম্বন্ধে ভুল বোঝানো হয়েছে’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত স্বর্ণা দাশের পরিবারকে আর্থিক অনুদান প্রদান - ছবি : নয়া দিগন্ত

সনাতন ধর্মাবলম্বীদের জামায়াত সম্বন্ধে ভুল বোঝানো হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, জামায়াত মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের বিপদাপদে পাশে রয়েছে। সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছে।

সোমবার জুড়ীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত স্বর্ণা দাশের পরিবারকে আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছুই নেই। বাংলাদেশে যারাই বসবাস করছেন তারা প্রত্যেকেই এদেশের নাগরিক। ফুটফুটে স্বর্ণাকে সীমান্তে গুলি করে হত্যা করা হলো। কি অপরাধ ছিল তার। একটা স্বাধীন রাষ্ট্রে এ রকম হত্যা কাম্য নয়।

তিনি বলেন, এ বছর দুর্গাপূজায় জামায়াত প্রত্যেক মণ্ডপের নেতাদের সাথে বসেছে। ধর্ম যার যার, দেশটা আমাদের সবার।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, জুড়ী-বড়লেখা সংসদীয় আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।


আরো সংবাদ



premium cement