মৌলভীবাজারে ব্ল্যাকআউটের ৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু
- মৌলভীবাজার প্রতিনিধি
- ১৭ অক্টোবর ২০২৪, ২০:১৫
মৌলভীবাজারে ব্ল্যাকআউটের তিন ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ সরবারাহ চালু করে পল্লী বিদ্যুৎ সমিতি।
জানা গেছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীদের দু’দফা দাবি আদায় না হওয়া, চাকরিচ্যুত ও গ্রেফতারের প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচি করা হয়। বিকেল ৩টা থেকে একযোগে সারা বাংলাদেশের মতো মৌলভীবাজার জেলার সবকটি উপজেলায় কমপ্লিট শাটডাউনের হুশিয়ারি দিয়ে ব্ল্যাকআউটে নামে পল্লী বিদ্যুৎ সমিতি। দাবি না মানা পর্যন্ত শার্টডাউন থাকবে বলে জানান তারা। এতে বিকেল ৩টা থেকে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার গ্রাহক। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বাসা বাড়িতে বিদ্যুৎ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েন জেলার বাসিন্দারা।
এ দিকে পর্যটন অধ্যূষিত শ্রীমঙ্গল উপজেলা সম্পূর্ণ পল্লী বিদ্যুৎ এর ওপর নির্ভরশীল হওয়ায় বিপাকে পড়েছিলেন হোটেল রিসোর্ট ব্যবসায়ীরা।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বন্ধ ছিল। শুধু মৌলভীবাজার জেলা না সারা বাংলাদেশেই এখন বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।