১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

বিয়ানীবাজার সীমান্ত থেকে যুবলীগ নেতা আটক

বিয়ানীবাজার সীমান্ত থেকে যুবলীগ নেতা আটক - ছবি : সংগৃহীত

বিয়ানীবাজার সীমান্ত থেকে আরাফাত হোসেন আলীফ নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ অক্টোবর) বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আরাফাত হোসেন আলীফ যশোর জেলার সরষা থানার বসতপুর এলাকার মরহুম আবু হানিফার ছেলে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মেহেদী হাসান (পিপিএম) জানান, ‘তিনি ওই থানার স্থানীয় যুবলীগ নেতা বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।’

বিজিবি-৫২ মিডিয়া সেল সূত্রে জানা যায়, ‘১৫ সেপ্টেম্বর দালালের মাধ্যমে কাজের সন্ধানে চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন আরাফাত হোসেন আলীফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পুলিশ তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে তাকে পুশব্যাক করলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের নয়াগ্রাম বিওপির টহল জোয়ানরা তাকে আটক করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন জানায়, আটক আরাফাত হোসেন আলীফকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বিজিবির আটক করা এক যুবককে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement