এইচএসসিতে দেশসেরা সিলেট
- আবদুল কাদের তাপাদার, সিলেট
- ১৫ অক্টোবর ২০২৪, ১৫:১৯, আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১৬:০৩
এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার চমক দেখিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। দেশের সেরা স্থানটি দখলে নিয়েছে সিলেট। এ বোর্ডে এবার পাশের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ।
মঙ্গলবার দুপুরে শিক্ষাবোর্ডর সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান অধ্যাপক মো: জাকির আহমদ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর ৮৩ হাজার ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭১ হাজার ১২ জন উত্তীর্ণ হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান জানান, চার বিষয়ের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সর্বোচ্চ ভালো করেছে শিক্ষার্থীরা। আইসিটিতে মোট ৭৫ হাজার ১২২ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ৭০ হাজার ৭২৩ জন অর্থাৎ ৯৪ দশমিক ১৪ শতাংশ পাস করেছে। এ কারণে এবার সিলেটে পাসের হার বেড়েছে।
পাসের হারের দিক থেকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৯৪ দশমিক ৪৪ শতাংশ, মানবিকে ৮৫ দশমিক ৯৭ এবং ৭০ দশমিক ১৩ শতাংশ। শতভাগ পাস করেছে আট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এবার ছেলে পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৮১১ জন। পাস করেছে ২৮ হাজার ৩৫১ জন। এবং পাসের হার ৮৩ দশমিক ৮৬ শতাংশ। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পাস করেছে ৪২ হাজার ৬৬১ জন এবং পাসের হার ৮৬ দশমিক ৪৪ শতাংশ।
ফলাফল ঘোষণার পর সিলেট বিভাগজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা। অভিভাবকরাও এমন ফলাফলে আনন্দিত।
সিলেট শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। যা সাধারণ নয়টি শিক্ষাবোর্ডের মধ্যে সর্বোচ্চ। সিলেট শিক্ষাবোর্ডে শুধু পাসের হারই বাড়েনি, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৬৯৮ শিক্ষার্থী।
গত বছর এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার প্রায় ১২ শতাংশ বেড়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, পাসের হারে এ বছর শীর্ষে থাকা সিলেট বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড। বরিশালে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। তার কাছাকাছি অবস্থানে রাজশাহী বোর্ডও। রাজশাহীতে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ।
সিলেট শিক্ষাবোর্ডে শুধু পাসের হারই বাড়েনি, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৬৯৮ শিক্ষার্থী। গত বছর সিলেটে জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৬৯৯ শিক্ষর্থী। সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ বেড়েছে ৯৯৯টি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা