কুলাউড়ায় পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় এক নারী আটক
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ১৩ অক্টোবর ২০২৪, ১৬:২৯
কুলাউড়ার বিজয়া চা বাগান পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর ও একটি বাচ্চাকে হত্যা চেষ্টার ঘটনায় রুমেনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে ওই নারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, ওই নারী মণ্ডপের সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে ফেলেন। পরে মণ্ডপে আসা এক নারীর কোল থেকে ছোট বাচ্চাকে জোর করে নিয়ে আছাড় দিয়ে হত্যা চেষ্টা ও মন্দিরে ভাঙচুর করেন। এ সময় মণ্ডপে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনকে অবহিত করেন। সাথে সাথে কুলাউড়ার ইউএনও মহি উদ্দিন, এসিল্যান্ড শাহ জহিরুল হোসেন, ওসি গোলাম আপসার, জয়চন্ডি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব মাহবুব ও কুলাউড়া সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। নারীকে জনরোষের কবল থেকে উদ্ধার করে থানায় নেয়া হয়।
এ ঘটনায় আটককৃত নারীর বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার নিশ্চিত করেছেন।
জয়চন্ডি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব মাহবুব জানান, এ নারীর বাড়ি জয়চন্ডি ইউনিয়নের কামারকান্দি গ্রামে।
এ দিকে, নারীর পরিবারের সদস্যরা বলছেন, তিনি মানসিক রোগী।