শাবির হল থেকে অস্ত্র ও মদের বোতল উদ্ধার
- সিলেট ব্যুরো
- ১১ অক্টোবর ২০২৪, ২০:২৪
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহ পরাণ হল থেকে আবারো অস্ত্রসহ মদের বোতল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ।
এ সময় শাহ পরাণ হল থেকে বিপুল পরিমাণ জিইআই পাইপ, রামদা, চাইনিজ কুড়াল, চাকু, নেশাজতীয় সরঞ্জাম, মদের বোতল, স্ট্যাম্প, রড ও হেলম্যাট উদ্ধার করা হয়।
অধ্যাপক ড. ইফতেখার আহমদ জানান, ‘৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অভিযানে ও ১০ অক্টোবর হলের কর্মচারীরা রুম পরিষ্কার করতে গিয়ে দেশীয় অস্ত্র ও বিভিন্ন মাদক উদ্ধার করে। হলের ১০৬, ২০২, ৪১৭, ৪১৯, ৪২৩, ৪২৪ ও ৪২৭ নম্বর রুমগুলোতে এ অবৈধ সরঞ্জামগুলো পাওয়া যায়।’
তিনি আরো বলেন, ‘যে রুমগুলোতে অবৈধ সরঞ্জাম পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। পরে যদি কেউ এ ধরনের অপরাধমূলক কাজে জড়িত পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। যাদের রুমে এ অস্ত্র ও মাদকগুলো পাওয়া গেছে এদের কেউ যদি হলের নতুন সিট বণ্টন প্রক্রিয়ায় সিট পেয়ে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, ‘বিগত শেখ হাসিনা স্বৈরাচারের দোসর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল। ১৭ জুলাই ছাত্রদের তল্লাশি করেও বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছিল। তিনি এ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত সকলের শাস্তি দাবি করেন।‘
এর আগে, ১৭ জুলাই একই হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তল্লাশি চালালে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা