২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে ৩৪৬ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৫

সিলেটে ৩৪৬ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৫ - ছবি : নয়া দিগন্ত

সিলেটে পৃথক অভিযানে ৩৪৬ বস্তা চিনিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্তি পুলিশ কমিশনার মোহাম্মাদ সাইফুল ইসলাম। এর আগে বুধবার নগরীর পীরের বাজার ও এয়ারপোর্ট এলাকা থেকে এসব চিনি উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের টেকনাগুল গ্রামের লিলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের শাহজাহানের ছেলে হৃদয় আহমেদ (২১) ও ইলন রবি দাসের ছেলে সাজু রবি দাস (২২)। অপর দু’জন আটক ব্যক্তি হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে মো: মাসুদ মিয়া (৪৪), একই জেলার কোতোয়ালি থানার পশ্চিম শিবরামপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো: মোকারম হোসেন (৩৪)। তারা ট্রাকচালক ও সহকারী (হেলপার)।

পুলিশ কমিশনার মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, বুধবার সকালে এয়ারপোর্ট সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে তল্লাশি চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় ১০৯ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ ট্রাকটি জব্দ করে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। জব্দ করা চিনির বাজারমূল্য ছয় লাখ টাকা।

এদিকে পৃথক অভিযানে বুধবার সকালে সিলেট-তামাবিল সড়কের পীরেরবাজার থেকে ২৩৭ বস্তা চিনিসহ দু’জনকে আটক করে পুলিশ। এ সময় ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। জব্দ করা চিনির বাজারমূল্য ১৪ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন

সকল