সিলেটে বিজিবির হাতে ফের সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- সিলেট ব্যুরো
- ১০ অক্টোবর ২০২৪, ১৯:৩২
সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে ৪৮ বিজিবি।
বুধবার (৯ অক্টোবর) ও বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে এসব পণ্য জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, দুই দিনে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবির টহল দল ২০১টি ভারতীয় থ্রি পিস, ২৭০ পিস টি শার্ট, সাতটি গরু, ১০ হাজার ১৮০ কেজি চিনি, এক হাজার ৬০০ প্যাকেট বিড়ি, ৯৩ বোতল মদ, একটি মোটরসাইকেল, একটি ট্রাক, চার হাজার ২৭৫ কেজি বাংলাদেশী রসুনসহ অন্য মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ১৪ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।
জব্দকৃত চোরাই মালামাল রাজস্ব বিভাগে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা