১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

কুলাউড়া দিয়ে ভারতে গেল ৬ হাজার কেজি ইলিশ

কুলাউড়া দিয়ে ভারতে গেল ৬ হাজার কেজি ইলিশ - ছবি : নয়া দিগন্ত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই ধাপে ভারতে ছয় হাজার ১৭৫ কেজি ইলিশ মাছ রফতানি করা হয়েছে।

বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দ্বিতীয় ধাপে ইলিশ পাঠানো হয়।

জানা যায়, তিন হাজার ৪৫০ কেজি ইলিশ দ্বিতীয় ধাপে রফতানি করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে দুই হাজার ৭২৫ কেজি ইলিশ রফতানি করা হয়। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ১২০০ টাকা।

এ বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো: মাহফুজ হোসেন বলেন, সরকার অনুমোদিত রফতানিকারক প্রতিষ্ঠান ফাটিয়া ইন্টারন্যাশনাল দুই ধাপে ছয় হাজার ১৭৫ কেজি মাছ রফতানি করেছে।


আরো সংবাদ



premium cement