১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

ছাতকের সাবেক এমপি মানিক কারাগারে

ছাতকের সাবেক এমপি মানিক কারাগারে - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তাকে আদালত তোলা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না সাবেক এই সংসদ সদস্য।

তিনি আরো বলেন, মহিবুর রহমান মানিক এখন খুব অসুস্থ। আমরা তার চিকিৎসার জন্য ও কারাগারে ডিভিশন দেয়ার জন্য আবেদন করেছি। একইসাথে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকায় ১৫ অক্টোবর তার জামিন শুনানি হবে।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মানিককে গ্রেফতার করে র‌্যাব।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আহমদ ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে একটি মামলা করেন। এই মামলায় সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬, ২০০৮ ও২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মহিবুর রহমান মানিক।


আরো সংবাদ



premium cement