১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ শুক্রবার

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান আজ সকালে দুই দিনের সফরে সিলেট এসে পৌঁছেছেন। তার আগমনে সিলেটে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার আমিরে জামায়াত দিনব্যাপী দলের সাংগঠনিক কাজে ব্যস্ত সময় পার করছেন।

আগামীকাল শুক্রবার সকালে দুই যুগ পর প্রশাসনিক সিলেট জেলায় একীভূত হওয়া দুই সাংগঠনিক জেলার (উত্তর ও দক্ষিণ) রোকন সম্মেলন ও আমির নির্বাচনে তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে জানা গেছে।

জানা গেছে, আগামীকাল সংগঠনের সিলেট মহানগরীর উদ্যোগে কর্মী, সমর্থক, সহযোগীদের নিয়ে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। কর্মী সম্মেলন শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নগরীর দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

একইদিন ওই স্থানে সন্ধ্যা সাড়ে ৬টায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান উপস্থিত থাকবেন।

এদিকে শুক্রবারের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে গঠিত সকল উপ-কমিটির নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক দক্ষিণ জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা দক্ষিণের আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, জামায়াত নেতা আজিজুল ইসলাম, শামীম আহমদ, রফিকুল ইসলাম মজুমদার ও আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছে চিরতরে হারিয়ে গেলেন ওমর হালুয়াঘাটে বন্যার পানি কমতে শুরু করেছে, সহায়তা অপ্রতুল ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দিয়েছে বলিভিয়া নরসিংদীতে যুবকের লাশ উদ্ধার টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরাইলি সেনা কমান্ডার নিহত গলাচিপায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৮ মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশী নিহত, আহত ৩ দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পুরোদমে চলছে

সকল