সিলেটে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
- বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা
- ০৯ অক্টোবর ২০২৪, ২১:০৯
সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে আদিল (২৫) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছোট ভাই আদিল দুবাগ মোখলেছ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন টমটমচালক।
স্থানীয়রা জানায়, মুখলেছ মিয়ার পাঁচ ছেলে একসাথে বসবাস করেন। সংসারের খরচের টাকা নিয়ে দুপুরে মুখলেছের মেজ ছেলে নিহত আদিলের বড় ভাই কাদিরের সাথে ছোট ভাই আদিলের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাড়িতে থাকা কুড়াল দিয়ে কাদির সজোরে আঘাত করে আদিলের মাথায়। এ সময় গুরুতর রক্তাক্ত অবস্থায় আদিল মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামিকে ধরতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা