কুলাউড়ায় ছাত্রলীগের সভাপতিসহ ৪ জন আটক
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০৭ অক্টোবর ২০২৪, ১৫:৪৩
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণ মামলায় পৌর ছাত্রলীগের সভাপতিসহ চার ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে। এর আগে, রোববার গভীর রাতে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, ২৪ জুলাই কুলাউড়ার মিলিপ্লাজার সম্মুখে বৈষম্যবিরোধী মিছিলে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের হামলায় শিক্ষার্থীরা আহত হন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৮৩ জনের নামে মামলা দায়ের করেন।
পুলিশ মামলার এজাহারকৃত আসামি পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, উপজেলা ছাত্রলীগ নেতা রুমেল ইসলাম রিংকু, নজরুল ইসলাম ও পৃথিম পাশা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ইরা মিয়াকে পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ আটক করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফসার জানান, এজাহারভুক্ত আসামি হিসাবে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে আটক করে কোর্টে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা