২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন : রিজভী

সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন : রিজভী - ছবি : নয়া দিগন্ত

সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন বলে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শত নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা নীতি আদর্শ থেকে সরে যায়নি।

রোববার (৬ অক্টোবর) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারে লাউতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পথসভায় বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আয়নাঘরে গুম করে রাখা, বিচার বহির্ভূত হত্যা ও গণগ্রেফতারের মাধ্যমে বাংলাদেশকে পরাধীন করে রেখেছিলো তবুও থেমে থাকেনি বিএনপি। এতো নিপিড়নের মধ্যেও আন্দোলন চালিয়ে গেছে নেতাকর্মীরা। আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, পৃথিবীতে ছাত্র-জনতার এ আন্দোলন সৈরাচারের বিরুদ্ধে মাইলফলক হিসেবে ইতিহাসে থাকবে। আন্দোলনে শেখ হাসিনার সরকার পেটুয়া বাহিনী দিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এ আন্দোলনকে দমাতে এমন কোনো নিপিড়ন নেই শেখ হাসিনা করেনি। এতো রক্তের বিনিময়ে নতুন এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

তিনি এ সময় সিলেটের গুম হওয়া নেতা ইলিয়াস আলীকে স্মরণ করে বলেন, ইলিয়াস আলীর মতো সিনিয়র নেতাকে গুম করেছে, আর তৃণমূল নেতাকর্মীরাও বাদ যাননি এই নির্যাতন থেকে। বক্তব্যে তিনি, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ১০ শহীদের কথা স্মরণ করেন এবং বিয়ানীবাজারের কৃতি সন্তান সাবেক বিএনপি নেতা কমর উদ্দিনের বিএনপির প্রতি আত্মত্যাগের কথা তুলে ধরেন।

বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনাম উদ্দিন দিলালের সঞ্চালনায়, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মেম্বারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিকী আহমদ, কাতার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলা উদ্দিন কালা মাস্টার, জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল মালিক, লাউতা ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মজির উদ্দিন মড়াই, বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব আব্দুল হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার খান, আহমেদ শাহীন, কুদরত আলী শাহাদাত, ময়জুল হক, আবু সাইদ, রাসেদ আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিব, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আশরাফুল হক, শ্রমিক দলের সভাপতি লাভলু হাসান, সাধারণ সম্পাদক দেলোয়ার, জাসাস সাধারণ সম্পাদক ফজলে কাদির বাবু হোসেন, ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সিনিয়র সহ-সভাপতি সিজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবিদ রাজা, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম মুন্না, তানিম কাওসার ও হাসানুলসহ অসংখ্য নেতাকর্মী।

রোববার বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা ভারতীয় বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে খাগটেকা বাজারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে সিলেটে যাওয়ার পথে বিয়ানীবাজার পৌরশহরে অপেক্ষারত বিএনপি নের্তৃবৃন্দের সাথে কথা বলেন এবং বিয়ানীবাজারবাসীকে শুভেচ্ছা জানান তিনি।


আরো সংবাদ



premium cement