০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০ -

সুনামগঞ্জের দিরাইয়ে খাস জমি সংক্রান্ত পূর্ব বিরোধীদের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নইমুল হক (৫২) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টায় মকবুল আলম লন্ডনী ও সামসুল হক লিটনের লোকদের মধ্যে সংঘর্ষে এ হতাহত হয়।

নিহত নইমুল হক উপজেলার মাতারগাও গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।

জানা গেছে, সংঘর্ষে বন্দুকের গুলিতে সামসুল হক পক্ষের আবু মিয়া (৫০), তাওহীদ মিয়াসহ (১৯) উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাতারগাও গ্রামের মসজিদের পাশের এক খণ্ড খাস খতিয়ানভুক্ত জমির দখল নিয়ে গ্রামবাসীর সাথে মকবুল আলম ও সামসুল হকের লোকজনের মাঝে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। দুই পক্ষের বিরোধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মাসখানেক আগে উভয় পক্ষই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর থানায় মামলা দায়ের করে দু'পক্ষই। মামলা নিহতের পক্ষের লোকেরা জামিন নিলেও প্রতিপক্ষের লোকেরা জামিন না নিয়ে এলাকায় বীর দর্পে ঘুরাফেরা করতে থাকে। এনিয়ে কয়েক দিন ধরে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। এলাকার সালিশি ব্যক্তিগণ ও দিরাই থানা পুলিশের মধ্যস্ততায় বার বার তাদের বিষয়টি আপস-মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু মকবুল আলম লন্ডনে বসে তার পক্ষের লোকদেরকে আপস করতে দেননি। এরই প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর গ্রামের মসজিদের সামনে উভয় পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে সামসুল হক পক্ষের নইমুল হক নামের একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরো দু’জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের বিষয়ে একপক্ষ অপর পক্ষের লোকদের দায়ী করে বক্তব্য দিচ্ছেন।

দিরাই উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার রায়হান উদ্দিন বলেন, সংঘর্ষে নিহত নইমুল হকসহ তিনজন গুলিবিদ্ধ, বাকিরা দেশীয় অস্ত্রের আঘাতে আহত।

সংঘর্ষে হতাহতের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খাস জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের লোকেরা জুমার নামাজের পর সংঘর্ষে লিপ্ত হয়। নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement