০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সিলেটে দিন-দুপুরে ব্যাংকের ২ লাখ টাকা ছিনতাই

সিলেটে দিন-দুপুরে ব্যাংকের ২ লাখ টাকা ছিনতাই - ছবি : নয়া দিগন্ত

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অস্ত্রের মুখে এক ব্যাংক কর্মচারীর কাছ থেকে ব্যাংকের নগদ এক লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মচারীর শাহিন আহমেদ (৩০) দক্ষিণ সুরমা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। শাহিন আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী হিসেবে কাজ করেন। তিনি গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের মাসুক মিয়ার ছেলে।

শাহিন জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংক লালদিঘীর পাড় শাখা থেকে ব্যাংকের এক লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। পরে গোলাপগঞ্জ যাওয়ার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা করে কদমতলী ওভারব্রিজের সামনে যান। সেখানে তিনটি মোটরসাইলে করে ছয় ব্যাক্তি ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ছিনতাই করে শিববাড়ির দিকে পালিয়ে যায়। এ সময় সবার মাথায় হেলমেট ও মাক্স পরা ছিল।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা তাকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কাজ করছি আমরা। ছিনতাইকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।


আরো সংবাদ



premium cement