কাতারে গাড়ি উল্টে সিলেটের ২ প্রবাসী নিহত
- আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
- ০১ অক্টোবর ২০২৪, ১৭:৪১
কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে সিলেট জেলার কানাইঘাট উপজেলার ২ প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।
মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় কাতারের বাণিজ্যশহর সানাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের আরজান আলীর ছেলে ফারুক আহমদ ও একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মাসুক আহমদের ছেলে মোহাম্মদ।
দুর্ঘটনায় ফারুক ও মোহাম্মদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কাতার প্রবাসী কানাইঘাটের বাসিন্দা রাইহান আহমদ।
রাইহান আহমদ জানান, ‘কাতারে আমার পাশের একটি মেসে ফারুক আহমদ ও মোহাম্মদ থাকতেন। সকালে কাজে যাওয়ার সময় সানাইয়া নামক স্থানে একটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে তাদের বহনকারী গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক আহমদ ও মোহাম্মদ মারা যান।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা