২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এক কেজি সবজির দাম দিয়ে আধা কেজি কিনতে হয়

- ছবি : নয়া দিগন্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক কেজি সবজির দাম দিয়ে আধা কেজি সবজি কিনতে হচ্ছে খেটে খাওয়া মানুষজনকে। শাক-সবজির বাজারে বাহারি রঙের ভরপুর সবজির আমদানি থাকলেও দাম নাগালের বাহিরে। দেশব্যাপী শাক-সবজির দাম অত্যধিক হওয়াতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

শায়েস্তাগঞ্জ উপজেলার কয়েকটি বাজার ঘুরে ও ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, বছরব্যাপী কখনো অতিবৃষ্টিতে বন্যা আবার কখনো অনাবৃষ্টিতে খরা অর্থ্যাৎ প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এলাকাভিত্তিক সবজি চাষিরা আশানুরূপ শাক-সবজির ফলন পেতে ব্যর্থ হয়েছেন। এর ফলশ্রুতিতে শাক-সবজির দাম বেসামাল হয়ে পড়েছে। বিশেষ করে আলুর বাজার একেবারেই নিয়ন্ত্রণহীন থাকায় আলুর দাম লেজেগোবরে অবস্থায় পতিত হয়েছে।

বাজারে এ সময়ে আলুর দাম ২০ থেকে ২৫ টাকা কেজি থাকার কথা হলেও ৬০ টাকা কেজির নিচে আলু বিক্রি হচ্ছে না।

এদিকে ২০ টাকার লালশাক ও পুঁইশাক ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৩০ টাকার করলা ৬০ টাকা, ৪০ টাকার কচুর মুখী ৮০ টাকা, বরবটি ৬০ টাকা পটল ৭০ টাকা ও ২০ টাকার পেঁপে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে সবরকম সবজির দাম দ্বিগুণেরও বেশি।

শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজারের সবজি বিক্রেতা সবুজ মিয়া জানান, ‘পাইকারি বাজারে সবজির দাম অস্থিতিশীল অবস্থা। এলাকার সবজির উৎপাদন চাহিদার তুলনায় অপ্রতুল তাই দাম অত্যধিক। বিভিন্ন জেলা থেকে সবজি আসে বিধায় বাজারে সবজির চাহিদা মোটামুটি সামঞ্জস্য বজায় রাখতে পারে। তবে শীতের সবজি বাজারে এলে দাম কিছুটা কমতে পারে।‘

সবজি ক্রেতা জুয়েল মিয়া বলেন, ‘সবজি কিনতে বাজারে গিয়ে দাম শুনে কিংকর্তব্যবিমূঢ় হতে হয়। এক কেজি সবজির দাম দিয়ে আধা কেজি কিনে সন্তুষ্ট থাকতে হচ্ছে। বাজারে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যের পেছনে সিন্ডিকেটের কারসাজি থাকতে পারে। তাই প্রশাসনের হস্তক্ষেপ ও বাজার মনিটরিং করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে।‘


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল