২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্দোষ জামায়াত নেতাদেরকে ফাঁসি দেয়া হয়েছে : সেলিম উদ্দিন

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির বিয়ানীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন বলছেন, আল্লাহ ছাড়া জামায়াতে ইসলামী কারো কাছে মাথা নত করেনি বলেই নির্দোষ জামায়াত নেতাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে। দিনের পর দিন, বছরের পর পর আওয়ামী লীগের শত নির্যাতনের মুখেও তারা ভেঙে পড়েননি, কারণ জামায়াতের নেতারা এক আল্লাহর আনুগত্য ও হযরত মোহাম্মদ সা: দেখানো পথে হেঁটেছেন। আমাদের সবাইকে সেই পথে হাঁটতে হবে, তাহলেই এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের অবস্থিত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার সর্বস্তরের ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাদেরকে নৈতিক মান উন্নয়ন করে এগিয়ে যেতে হবে। জামায়াতের নেতারা আদর্শিক রাজনীতি করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের এ শহীদি তামান্নাকে সফল করতে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। চিরতরে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে, অবিচারের বিরুদ্ধে অবস্থান করতে হবে। এ সময় তিনি জুলাইয়ের আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতার স্পিরিটকে বুকে ধারণ করে সুশাসনের বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।

বিয়ানীবাজার উপজেলা শাখার আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে উপজেলা জায়ামাতের সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ছাদউজ্জামানের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারি সেক্রেটারি ও গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ মাওলানা নজমুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌর জামায়তের আমির মুহাম্মদ জমির হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোস্তফা উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবু কয়ছর কাজল, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আবুল কাশেম, পৌর সেক্রেটারি মো: সাদুজ্জামান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো: রুকন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি আব্দুল হামিদ পৌর সভাপতি আশিকুর রহমান হেলাল, সেক্রেটারি মুনিবুর রহমান পাভেল, পৌর জামায়াত নেতা জাকির হোসেন, উপজেলা জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ও শফি আহমদ মুন্না প্রমুখ।


আরো সংবাদ



premium cement
গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতায় বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন : বাণিজ্য উপদেষ্টা

সকল