২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গোলাপগঞ্জে ছেলের হামলায় বাবা নিহত

- ছবি : প্রতীকী

সিলেটের গোলাপগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা কামরান উদ্দিন (৬০) নিহত হয়েছেন।

শুক্রবার সকাল অনুমান ১০ঘটিকার দিকে উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার সরস্বতি গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উক্ত ঘটনায় পুলিশ নিহতের ছেলে রাজু মিয়া ও তার পুত্রবধূ আলফিনা বেগমকে আটক করেছে।

নিহত কামরান উদ্দিন উপজেলার সরস্বতি গ্রামের মরহুম ছবির উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং উক্ত ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাপ্ত সংবাদে জানা যায়, শুক্রবার সকাল অনুমান ১০ ঘটিকার দিকে কামরান উদ্দিনের কাছে ছেলে রাজু আহমদ পাওনা টাকা চায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা-ছেলের সাথে ঝগড়া ও কিল ঘুষির ঘটনা ঘটে। এ সময় ছেলের বউ আলফিনা বেগম শ্বশুরের ওপর হামলা চালায়। দীর্ঘক্ষণ ছেলে ও ছেলের বউসহ অন্যান্যরা কামরান উদ্দিনের ওপর হামলা চালালে একপর্যায়ে ছেলের হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর অবস্থায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নাসের নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল