২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে পাচারকালে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

- ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮৮৫ কেজি বাংলাদেশী ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবির বাংলাবাজার ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আওতাধীন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় অভিযান চালিয়ে এই ইলিশ মাছ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলারপাড় সীমান্ত এলাকায় বাংলাবাজার বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতে পাচারকালে বাংলাদেশ-ভারতের সীমান্তে মৌলারপাড় এলাকা থেকে ৮৮৫ কেজি বাংলাদেশী ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

এদিকে, বিজিবির অভিযান টের পেয়ে ইলিশ মাছ ফেলে ছত্রভঙ্গ হয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। তাই অভিযানে কাউকে আটক করা যায়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল