২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বানিয়াচংয়ে দানবক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বানিয়াচংয়ে দানবক্সের টাকা নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক - ছবি : নয়া দিগন্ত

হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদের দানবক্সের জমা টাকা নেয়াকে কেন্দ্র করে দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন মজলিশপুর গ্রামের মরহুম আনফর উল্লার ছেলে শামীম মিয়া (৪২), একই গ্রামের হিরন মিয়ার ছেলে রাশেদ মিয়া (৩০), রফিক মিয়ার ছেলে এনামুল মিয়া (৩০), রশিদ মিয়ার ছেলে ডালিম মিয়া (২৫), রহমান উল্লার ছেলে সাজু মিয়া (৩৫), আব্দুল হামিদ (৫০), মগল উল্লার ছেলে জুবেদ মিয়া (৬৫), জুবেদ মিয়ার ছেলে মনছুর মিয়া (৩৫), লাল মিয়ার ছেলে জিয়াউর মিয়া (৩৪), বাচ্চু মিয়া (৫০), শবেকদর মিয়ার ছেলে রাকাত মিয়া (১৮), আলী আমজদ মিয়ার ছেলে আকিবুর মিয়া (২০), লাল মিয়ার ছেলে আজাদ মিয়া (২২) ও জাহের আলীর ছেলে আছকির মিয়া (৩০)।

আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসিগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, জুমার নামাজের পর মজলিশপুর জামে মসজিদের সাবেক সভাপতি আনুয়ার মিয়া দানবক্সের টাকা নিতে গেলে সাবেক মেম্বার তৈাহিদুল মিয়ার পক্ষের মোসল্লীরা বাধা দেন। এতে করে আনয়ার মিয়ার পক্ষের বর্তমান মেম্বার মনছুর মিয়া তাদের ওপর ক্ষীপ্ত হয়ে উঠলে মসজিদের ভেতরেই দুদলের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র টেটা, বল্লম, রামদাসহ ইট পাটকেল নিয়ে রক্তক্ষক্ষী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।

পড়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্যদের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এলাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে মজলিশপুর গ্রামে নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে বিলোধ চলে আসছে। বারবার শালিস বৈঠকে মীমাংসা করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।


আরো সংবাদ



premium cement
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে

সকল