০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

ইংলিশ চ্যানেল পারাপার ভারতের রিমো সাহার

ইংলিশ চ্যানেল পারাপার ভারতের রিমো সাহার। - ছবি : সংগৃহীত

রিমো সাহা ইংলিশ চ্যানেল জয় করেছিলেন আগেই। এবার সাঁতরে ওই চ্যানেল পারাপার করলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার সাঁতারু রিমো সাহা। হাওড়ার ওই সাঁতারু বিশেষভাবে সক্ষম (একটা পায়ে সমস্যা রয়েছে তার)। ওই প্রতিবন্ধকতা কাটিয়েই লক্ষ্যপূরণ করলেন রিমো।

রিমোর পরিবার সূত্রে জানা গেছে, এবার তার অভিযানের লক্ষ্য ছিল ইংলিশ চ্যানেল পেরিয়ে আবার ফিরে আসা। সাঁতারের পরিভাষায় যাকে বলে ‘টু ওয়ে’। এজন্য গত ৮ জুলাই রওনা দেন তিনি। সাথে ছিলেন আসম, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলঙ্গানা ও মহারাষ্ট্রের পাচঁ সাঁতারুও।

ইংল্যান্ডে পৌঁছে তাঁরা অনুশীলন করেন। উদ্দেশ্য ছিল সেখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নেয়া। এরপর, মঙ্গলবার রিমোসহ বাকি পাঁচ সাঁতারু মিলে রিলে পদ্ধতিতে ইংলিশ চ্যানেলে নামেন। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয় অভিযান। বুধবার দুপুর বিকেল ৪টা তারা অভিযান সফল করেন।

রিমোর দাবি, প্রথম বাংলা ভাষাভাষী হিসেবে ইংলিশ চ্যানেল পারাপার করলেন তিনি।

রিমো জানিয়েছেন, এর আগে ইংলিশ চ্যানেল পার হলেও এবার লক্ষ্য ছিল ইংল্যান্ড থেকে ফ্রান্স সাঁতরে গিয়ে আবার ফিরে আসা। তবে চ্যালেঞ্জও ছিল অনেক। তিনি জানিয়েছেন, সাঁতারের সময় আবহাওয়া ছিল প্রতিকূল। ছিল ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড স্রোত। সমুদ্রে ছিল প্রচুর জেলিফিশ। সব ধরনের প্রতিকূলতা দূর করে সাফল্য পাওয়ায় খুশি রিমো।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
এরা সিনিয়র দলকেও বিশ্বকাপে নিতে পারবে : কোচ শুভ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত

সকল