২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাঁতারে হিটেই বাদ পড়ার পুরনো কাহিনী

সাঁতারে হিটেই বাদ পড়ার পুরনো কাহিনী - ছবি : সংগৃহীত

কমনওয়েলথ গেমসের সাঁতারে বাংলাদেশের ভালো করার কোনো সম্ভাবনা ছিল না। তবে দেখার বিষয় ছিল, তারা হিটে কততম হতে পারেন। শুক্রবার এই মিশনে হতাশই করেছেন বাংলদেশী সাঁতারুরা। পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে বাংলাদেশের মাহমুদুন্নবী নাহিদ হিটে আট জনের মধ্যে অস্টম হয়েছেন। ২৬ দশমিক ২৫ সেকেন্ড সময় নেন তিনি। ফলে ৫৪ জনের মধ্যে ৪১তম হন তিনি। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মরিয়ম আক্তার ৪৩ জনের মধ্যে ৩০তম হয়েছেন। তার টাইমিং ৩৭ দশমিক ৯০ সেকেন্ড।

জিমন্যাস্টিক্সে প্রত্যাশা ছিল নিউজিল্যান্ড প্রবাসী আলী কাদের হককে ঘিরে। কিন্তু তিনি সেরা আটে উঠতে পারেননি ভল্ট ইভেন্টে। তার সাথে সেরা আটে উঠা হয়নি আবু সাঈদ রাফিও। আলী কাদের ১২তম এবং রাফি ১৬তম হন। পুরুষ দলগত সাবডিভিশন থ্রিতে বাংলাদেশ ১২ দলের মধ্যে নবম হয়েছেন।

তবে দারুন সাফল্য এসেছে টেবিল টেনিসে। বাংলাদেশ দল প্রথম ম্যাচে ৩-০তে ফিজিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পর ৩-২ সেটে হারায় গায়ানাকে। ফলে তারা এখন গ্রুপ সেরার লড়াইয়ে। আজ তাদের ম্যাচ গ্রুপ সেরার লড়াই ইংল্যান্ডের বিপক্ষে।


আরো সংবাদ



premium cement