১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

দাবানলে পুড়ল গ্যারী হলের অলিম্পিক পদক

মার্কিন সাঁতারু গ্যারী হল - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে পুড়ে গেছে মার্কিন সাঁতারু গ্যারী হলের সব অলিম্পিক পদক। এ সংখ্যাও আবার কম নয়। তার অর্জিত ১০ অলিম্পিক পদকই আগেুনে পুড়ে গেছে। এগুলো হলো ৫ স্বর্ণ, তিন রৌপ্য ও দু’ ব্রোঞ্জ পদক। পুড়ে গেছে বিশ্ব সাঁতারে পাওয়া ছয় পদকও।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলের শিকার বহু এলাকা। এর মধ্যেই ছিল গ্যারী হলের ভাড়া করা বাড়ি। নষ্ট হয়ে গেছে সেই বাড়িতে থাকা তার সুইমিং পুলও। যেখানে তিনি সাঁতার শেখাতেন।

১৯৯৬ থেকে ২০০৪ সালের অলিম্পিক গেমসে এ পদকগুলো পান তিনি।


আরো সংবাদ



premium cement